বইমেলার সেই ভাইরাল পোস্টারটি সরিয়ে নিল বাংলা একাডেমি

আরটিভি নিউজ

রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ , ০৮:২৬ পিএম


বইমেলার সেই ভাইরাল পোস্টারটি সরিয়ে নিল বাংলা একাডেমি
১৯৭১ সালের ১৫ মার্চ শহীদ মিনারে ছিল নারীদের করণীয় নিয়ে সমাবেশ। এই সমাবেশের নেতৃত্ব দিয়েছিলেন সুফিয়া কামাল


বইমেলায় ‘৫২-এর চেতনা ২৪-এর প্রেরণা’ স্লোগান লেখা মুক্তিযুদ্ধের একটি ছবি ভুলবশত ভাষা আন্দোলনের পোস্টার বলে প্রদর্শিত হয়েছে। মেলা উদ্বোধনের পরপরই সমালোচনার সঙ্গে পোস্টারটি ব্যাপক ভাইরাল হয়। এবার সমালোচনার মুখে প্রদর্শিত ওই পোস্টারটি সরিয়ে নিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। 

বিজ্ঞাপন

কর্তৃপক্ষের ভাষ্য, পোস্টারটি বাংলা একাডেমি তৈরি করেনি। অন্য একটি পক্ষের করা এই পোস্টার নজরে আসার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে তারা।

বাংলা একাডেমির এক কর্মকর্তা বলেন, ‘পোস্টার একটি না। টিএসসির দিক থেকে দোয়েল চত্বর পর্যন্ত পুরো পথেই পোস্টার লাগানো হয়েছে একটু পরপর। পোস্টারে সংস্কৃতি মন্ত্রণালয়ের নাম আছে। তবে যতটা জানি, এটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের ভুল।’

বিজ্ঞাপন

মূলত, ভাষা আন্দোলনের চেতনাকে উপস্থাপন করতে যে ছবি ব্যবহার করা হয়েছে, সেটি ১৯৭১ সালের ১৫ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে তোলা ছবি।  এই ছবিতে দেখা যায়, স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বসে আছেন তরুণী ও নারীরা। তাদের হাতের প্ল্যাকার্ডে লেখা— ‘মা বোনেরা অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো’। সেখানে বাঁশের লাঠি হাতে নিয়ে বসে থাকা তরুণী বীর মুক্তিযোদ্ধা কাজী ফেরদৌস হক লিনু।


ছবিটি চোখে পড়ার পরই ধিক্কার জানিয়ে লিনু ফেসবুকে একটি পোস্ট দেন। তিনি লিখেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয়ের এই ছবি ব্যবহারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ১৯৭১–এর ছবি ৫২–এর ছবি বলে উল্লেখ করছে, ধিক্কার জানাই। ছবিতে লাঠি হাতে আমি। ১৫ মার্চ ১৯৭১–এর ছবি। তাদের ইতিহাস সম্পর্কে ন্যূনতম ধারণা নেই। ৫২–তে স্বাধীনতার স্লোগান ছিল না। রাষ্ট্রভাষা মাতৃভাষা বাংলার স্লোগান ছিল।’ এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সূত্রপাত হয়।

এ বিষয়ে কাজী ফেরদৌস হক লিনু বলেন, ‘১৯৭১ সালের ১৫ মার্চ শহীদ মিনারে ছিল নারীদের করণীয় নিয়ে সমাবেশ। এই সমাবেশের নেতৃত্ব দিয়েছিলেন সুফিয়া কামাল।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission